জুবায়ের আহমেদ লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গত মাসের তুলনায় এই মাসে অনেক গ্রাহকের বিল দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বিল বৃদ্ধির পাশাপাশি অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং ঘন ঘন লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
অস্বাভাবিক বিল নিয়ে ক্ষোভ উপজেলার পূর্ব বুল্লা গ্রামের এক ভুক্তভোগী জানান, গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল ১,২০০ টাকা, কিন্তু এই মাসে সেই বিল বেড়ে হয়েছে ৪,৫০০ টাকা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ যেন রূপকথা বা ভূতের গল্পের মতো! হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো বিলের কাগজ হাতে পেলাম।”
একইভাবে, সিংহ গ্রামের আরেক ব্যক্তি অভিযোগ করেন যে, তার মাসিক বিল সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকে, অথচ এই মাসে তার বিল দ্বিগুণ হয়েছে। এই অস্বাভাবিক বিল নিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র পরিবারগুলো।
কর্তৃপক্ষের দায়সারা উত্তর বিদ্যুৎ বিল বৃদ্ধির বিষয়ে লাখাই উপজেলার ডিজিএম সুমন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর কারণ হিসেবে “রিডিং বৃদ্ধি” বলে উল্লেখ করেন। তবে, এ বিষয়ে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে তিনি ব্যর্থ হন। কর্তৃপক্ষের এমন দায়সারা উত্তরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
বিল বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংও তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ বিভাগ তাদের ইচ্ছেমতো বিদ্যুৎ সরবরাহ করছে এবং বন্ধ রাখছে। যে বিদ্যুৎকে নিত্যদিনের সঙ্গী মনে করা হতো, সেই বিদ্যুতের এই ভেলকিবাজি লাখাইবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এবং হাসপাতালগুলোতে বিদ্যুৎ না থাকায় মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।
দ.ক.সিআর.২৫