1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল, উৎকন্টায় জনসাধারণ হামলায় নিহত বিএনপি নেতা মহসিন হত্যার ঘটনায় আসামী গ্রেফতার নদী ভাঙ্গনে ঘর সরাতে না পেরে ফোনে ইউএনও এর সহযোগীতা চাইলেন এক বৃদ্ধা সাংবাদিক তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে চুনারুঘাটে মানববন্ধন দর্জি থেকে তথাকথিত সাংবাদিক; অভিযোগের তীরে বিদ্ধ ‘দর্জি মিজান’ চুনারুঘাটে পাহাড় ধসের ফলে হুমকির মুখে রামগঙ্গা সড়ক লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে হবিগঞ্জ প্রেসক্লাবে দিনব্যাপী প্রশিক্ষণ দুনিয়া বিপ্লবী কাস্ত্রো নিজে খুন হওয়ার জন্য প্রেমিকার হাতে পিস্তল তোলে দেয়ার অত:পর চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ রাজারহাটের প্রথিতযশা সাংবাদিক প্রয়াত আলমগীর কবিরের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

লাখাইয়ে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল, উৎকন্টায় জনসাধারণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

জুবায়ের আহমেদ লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গত মাসের তুলনায় এই মাসে অনেক গ্রাহকের বিল দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। বিল বৃদ্ধির পাশাপাশি অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং ঘন ঘন লোডশেডিং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

অস্বাভাবিক বিল নিয়ে ক্ষোভ উপজেলার পূর্ব বুল্লা গ্রামের এক ভুক্তভোগী জানান, গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল ১,২০০ টাকা, কিন্তু এই মাসে সেই বিল বেড়ে হয়েছে ৪,৫০০ টাকা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ যেন রূপকথা বা ভূতের গল্পের মতো! হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো বিলের কাগজ হাতে পেলাম।”

একইভাবে, সিংহ গ্রামের আরেক ব্যক্তি অভিযোগ করেন যে, তার মাসিক বিল সাধারণত ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকে, অথচ এই মাসে তার বিল দ্বিগুণ হয়েছে। এই অস্বাভাবিক বিল নিয়ে চরম বিপাকে পড়েছেন দরিদ্র পরিবারগুলো।

কর্তৃপক্ষের দায়সারা উত্তর বিদ্যুৎ বিল বৃদ্ধির বিষয়ে লাখাই উপজেলার ডিজিএম সুমন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর কারণ হিসেবে “রিডিং বৃদ্ধি” বলে উল্লেখ করেন। তবে, এ বিষয়ে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে তিনি ব্যর্থ হন। কর্তৃপক্ষের এমন দায়সারা উত্তরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

বিল বৃদ্ধির পাশাপাশি লোডশেডিংও তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ বিভাগ তাদের ইচ্ছেমতো বিদ্যুৎ সরবরাহ করছে এবং বন্ধ রাখছে। যে বিদ্যুৎকে নিত্যদিনের সঙ্গী মনে করা হতো, সেই বিদ্যুতের এই ভেলকিবাজি লাখাইবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এবং হাসপাতালগুলোতে বিদ্যুৎ না থাকায় মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট