1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

চুনারুঘাটে সেনা-পুলিশের যৌথ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগান এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পুর্ণ দেব মুন্ডা, সোমর মুন্ডা ও শিতি উরাং। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা এবং নগদ ২০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে এবং মাদক পাচারের বিভিন্ন উৎস ও নেটওয়ার্কের তথ্য দিয়েছে বলে জানা গেছে।

চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম প্রথমে চানপুর চা-বাগানের নির্দিষ্ট এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় একযোগে অভিযান চালানো হয়। দ্রুত ও সুনির্দিষ্ট অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা পালানোর সুযোগ পায়নি।

অভিযান শেষে আটক ব্যক্তিদের চুনারুঘাট থানায় নিয়ে আসা হয় এবং ডিউটি অফিসারের কাছে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি জানান, মোঃ নুর আলম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে, যাতে এলাকায় মাদক ব্যবসা ও সেবন বন্ধ করা যায়।

স্থানীয় সচেতন মহল সেনাবাহিনী ও পুলিশের এই দ্রুত অভিযানের প্রশংসা করেছে এবং মাদক নির্মূলে এমন কার্যক্রম নিয়মিত চালানোর দাবি জানিয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট