1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

চুনারুঘাটে প্রবাসীর জমি দখলের অভিযোগে গ্রেফতার-২, পলাতক হান্নান ও ইউনুস

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

মোঃ জসিম মিয়া চুনারুঘাট প্রতিনিধি: ​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশিরি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর পরিবার প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা জোর করে একটি চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ইয়াকুত আলীর স্ত্রী নাজমা চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং পরে আদালতে মামলাও দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের নিরিহ ও অসহায় পেয়ে এলাকার প্রভাবশালীরা জোরপূর্বক একটি জমি দখল করে রাস্তা তৈরি করতে চাইছে। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের উপর হামলার চেষ্টা করা হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়।

জানা যায়, ভুক্তভোগী পরিবারটির প্রধান মোঃ ইয়াকুত আলী ও তার স্ত্রী মোছাঃ নাজমা আক্তারের তিন ছেলে কাতার প্রবাসী। এই সুযোগে অভিযুক্তরা তাদের জমি দখলের পাঁয়তারা করছে। ভুক্তভোগী ইয়াকুত আলী সাতপাইকা মৌজায় প্রায় ৩৯ শতক জমি বৈধভাবে কিনে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু অভিযুক্তরা এই জমিতে জোরপূর্বক রাস্তা তৈরি করতে চাইছে। ​

গত ৮ মে, ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে সায়েদ আলী, ইউনুছ আলী, হান্নান, রুকেয়াসহ মোট ১২ জন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে ইয়াকুত আলীর বাড়িতে এসে হুমকি দেয়। তারা বলে, এদিকে বড় রাস্তা তৈরি করতে না দিলে যেকোনো সময় খুন-জখম করবে। ​

ভুক্তভোগী পরিবারটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পায়নি। বরং অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে প্রবাসীর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ​এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ইয়াকুত আলীর স্ত্রী মোছাঃ নাজমা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অভিযুক্তদের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পরিবারটি জানিয়েছে। পরে ভুক্তভোগী পরিবার আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ওয়ারেনভুক্ত আসামি সায়েদ আলী ও তার স্ত্রী রোকেয়া আক্তারকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা হান্নান এবং সায়েদের ভাই ইউনুস আলী।

এই ধরনের ঘটনায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট