নাহিদ মিয়া,মাধবপুর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সাবেক মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিন (৪৫) সহ তার সহযোগী সাব্বিরুল আলম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান করে বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিফুফা ইয়াসমিনের বসত বাড়ি থেকে ৯৬ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো (খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বিজয়নগরের ওসি জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫