➖
চুনারুঘাট প্রতিনিধিঃ ৪টি ভারতীয় গরুসহ ২ জন কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
(২৬ জুলাই) শনিবার দুপুরে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল বারী এর পুত্র মোঃ সালেক মিয়া (৪৫) ও মৃত আব্দুল মন্নাফ মিয়ার পুত্র রফিক মিয়া লস্কর কে হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার বালুমারা থেকে তাদেরকে আটক করে চুনারুঘাট থানার এসআই সজল দাস।
সম্প্রতি চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলে রেমা-কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ গরু, কসমেটিক,কাপড় ও গাঁজার ছড়াছড়ি বাড়ছে। এর আগেও ওই সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ি আটক করেছে পুলিশ। সন্ধ্যা হলেই ওই এলাকার চোরাকারবারি চক্র বিভিন্ন দলবদ্ধ হয়ে লম্বা লম্বা রাম দা হাতে নিয়ে ঘুরছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তবে আটক ব্যাক্তিরা দাবি করেন, তারা গ্রাম থেকে কৃষকের গরু ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন।
দ.ক.সিআর.২৫