স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ডায়বেটিস হাসপাতালের পেছনের পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার সকাল সাড়ে ১১ টায় নবজাতকের লাশ ভাসমান অবস্থায় এলাকার লোকজন দেখতে পায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
ধারণা করা হচ্ছে এটি কারো পাপের ফসল। কোনো নারী তার অপকর্ম ডাকতে এ কাজ করেছে। এমন একটি বাচ্চা পানিতে ফেলা দেয়ায় এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সদর থানার ওসি কেএম সাহাবুদ্দিন শাহীন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
দ.ক.সিআর.২৫