নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ২০ বছর ধরে এক ভাই ও ভাতিজার বিরুদ্ধে বয়োবৃদ্ধ ও হতদরিদ্র ৩ বোনের মায়ের ওয়ারিশান সম্পত্তি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বোনেরা বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।উপজেলার নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।”
অভিযুক্ত ভাই মো: রুহুল আমিন তার ছেলে আল আমিন উপজেলার নোয়াপাড়া ইউপির নারায়ণপুর গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র। মায়ের ওয়ারিশান সম্পত্তির অধিকার বঞ্চিত ৩ বোনেরা হলেন: শাহেদা বেগম,আয়েশা বেগম ও শাকেরা বেগম।”
অভিযোগ ও বাদী সূত্রে জানা যায়,ভাই ও ভাতিজা মিলে ওই ৩ বোনের অংশমূলে নামজারি হওয়া মাধবপুরের ইটাখোলা মৌজার ১০১২ বিএস খতিয়ানের ১২৯৪ দাগের ১৯ শতাংশ জমির দখল দিচ্ছে না।ওই জায়গা কাউকে বিক্রিও করতেও দিচ্ছে না।কেউ সেখানে গেলে হুমকি দিচ্ছে।”
ভুক্তভোগে শাহেদা বেগম জানান, ওরা আমাদের বাবার সম্পত্তি জালিয়াতি করে আত্মসাৎ করেছে। এখন অবশিষ্ট মাতৃহক ১৯ শতাংশ জায়গারও দখল দিচ্ছে না।আমরা অংশমূলে ওই জায়গা খারিজ করলেও সেটিতেও যেতে বাধা দিচ্ছে।”
আরেক ভুক্তভোগী বোন আয়েশা আক্তার জানান,তারা অতীতে আওয়ামী লীগ নেতাদের প্রভাব দেখিয়ে আমাদের বৈধ সম্পত্তি দখল করে রেখেছিল।এসবের হুতা আমার ভাই ও ভাতিজাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত ভাতিজা আল আমিন জানান, তারা সকল পাওনা-দেওনা নিয়ে দিয়েছেন।তারা এসব ভূমি আমাদেকে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন জমির দাম বাড়ায় তারা ষড়যন্ত্র করছে।আমরাও এসব নিয়ে বসতে রাজি আছি।”
স্থানীয় মেম্বার মোহাম্মদ লালু মিয়া জানান, বোনরা তাদের ন্যায্য অধিকার প্রাপ্য। কিন্তু তাদের ভাই রুহুল আমিন ও তার ছেলে আল আমিন গায়ের জোরে তাদের অধিকার বঞ্চিত করছে।আমরা অনেকবার সালিশে বসলেও তারা সালিশ মানছে না।”
মাধবপুর থানার ওসি মোঃ সহিদ উল্ল্যা জানান, ভুক্তভোগী ৩ বোনের যে অভিযোগ দায়ের করেছে সেটি আমি আসার আগের।এরপরেও আমাদের পক্ষ হতে যতটুকু সহযোগিতা করার ততটুকু করবো।”
দ.ক.সিআর.২৫