কালনেত্র ডেস্কঃ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তর নতুন নীতিমালা জারি করেছে। এতে বলা হয়েছে, চাকরি জীবনে কেউ আর্থিক অনিয়ম বা নৈতিক স্খলনজনিত কারণে একবারও গুরুদণ্ডে দণ্ডিত হলে তিনি আর ওসি হিসেবে পদায়নের জন্য অযোগ্য হবেন।
সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে দেশের সব পুলিশ ইউনিটে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
২২ দফা এই নীতিমালায় বলা হয়েছে, পরিদর্শক (নিরস্ত্র) পদে অন্তত তিন বছর চাকরি, এইচএসসি বা সমমান উত্তীর্ণ, সর্বোচ্চ ৫৪ বছর বয়সী এবং বিগত ৫ বছরের এসিআর-এ গড় ৮০ নম্বর থাকতে হবে।
নিজ জেলা বা জীবনসঙ্গীর জেলায় ওসি হিসেবে পদায়ন করা যাবে না। ওসি হিসেবে সর্বোচ্চ ৪টি থানা বা ৬ বছর দায়িত্ব পালন করা যাবে—যেটি আগে ঘটে। একই থানায় দ্বিতীয়বার ওসি পদে পদায়ন নিষিদ্ধ।
পদায়নের আগে ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স (PSMC)’ সম্পন্ন করতে হবে এবং এর ফলাফল মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে।
গত ১ বছরে লঘুদণ্ড বা ২ বছরের মধ্যে গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি হিসেবে পদায়ন করা যাবে না।
ওসি হিসেবে ১৮ মাসের আগে বদলির প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি বা পুলিশ কমিশনার নিজ কর্তৃত্বে পদায়ন করতে পারবেন, তবে তা নিজ অধিক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।
একইসঙ্গে, পরিদর্শক পদে গ্রুপ–৩ বা গ্রুপ–৪ ইউনিটে অন্তত ১ বছরের চাকরি এবং গ্রুপ–১ বা ২–এর ইউনিটে সর্বোচ্চ ৩টি থানায় ওসি পদায়নের সুযোগ থাকবে।
এই নির্দেশনার মাধ্যমে ওসি পদে দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে চায় পুলিশ সদর দপ্তর।
দ.ক.সিআর.২৫