1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

চুনারুঘাটে জায়গা সংক্রান্ত বিরোধে পিতা নিখোঁজ: জীবিত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনিয়া গ্রামে পূর্ব শত্রুতা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মন্নান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা পিতার জীবিত উদ্ধারের দাবিতে মানবিক আবেদন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজের মেয়ে শাহিনা ইয়াছমিন চৌধুরী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনা জানান, গত ১৩ জুন রাত ৮টা ৩০ মিনিটের দিকে সুবেল চৌধুরী, শাকিল চৌধুরী, জিতু চৌধুরী, রাসেল চৌধুরী, রুবেল চৌধুরী, শাহিদ চৌধুরী, দুলাল চৌধুরী, ওস্তার চৌধুরী, সাজিব চৌধুরী ও রায়েদ চৌধুরী নামের প্রতিপক্ষের একদল লোক তাদের বাড়িতে ঢুকে তাঁর বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দিতে চাইলে তারা হুমকি ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, “আমরা মামলা করেও এখন পর্যন্ত বাবার কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশ কোনো অগ্রগতি জানায়নি। এখন প্রতিপক্ষরা আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নিতে। বাবার জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

শাহিনা আরও বলেন, “আমরা দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চাই। প্রশাসনের কাছে আমার অনুরোধ আমার বাবাকে দ্রুত উদ্ধার করুন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল বলেন, এঘটনায় দুজন গ্রেপ্তার ও এবিষয়ে তদন্ত চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট