1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

চুনারুঘাটে নির্মম হত্যাকাণ্ডের খুনিরা তিন মাসেও ধরা পড়েনি—

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কালনেত্র প্রতিবেদন

চুনারুঘাটবাসীর কাছে জারুলিয়ার আব্দুল হাই হত্যার খবর কারও অজানা নয়।মানুষের মুখে মুখে—ঘুরে ফিরে এসেছে একটি নাম, একটি নিশংসতা— একটি নিষ্ঠুর হত্যা।

গত ১৯ এপ্রিল, শনিবার, দুপুর ১টার দিকে চুনারুঘাটের জারুলিয়া বাজারের পাশেই ঘটেছিল সেই ভয়ানক হত্যাযজ্ঞটি।

মৃত জনাব আব্দুল হাই গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। নিজের ১৫ বছর আগের ক্রয়কৃত জমিতে বাঁশ কাটতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কিছু ব্যক্তি সেই জমির মালিকানা দাবি করে তার উপর শুরু করে হয়রানি ও চাপে ফেলা।

আব্দুল হাই সাহেব শান্তভাবে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই বাদী পক্ষের সদস্যরা তার উপর হামলা চালায়। চোখের পলকে, নির্মম আঘাতে তিনি সেখানেই প্রাণ হারান।

তার উপর আক্রমণ করে ছয় জনেরও বেশি ব্যক্তি—খুনি কাপ্তান, খুনি মোতাব্বির, খুনি মিনারা, খুনি রানু, খুনি শিরিনসহ আরও অনেকে।

আজ তিন মাস হতে চললো—কিন্তু এখনও ধরা পড়েনি হত্যাকাণ্ডের মূল হোতারা।
যদিও দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তবুও এই ঘৃণ্য অপরাধে জড়িত বাকি খুনিদের এখনও খুঁজে পাওয়া যায়নি।

আজও আব্দুল হাই এর একমাত্র কন্যা, পরিবার, স্বজনেরা—তাকিয়ে আছেন আইনের দিকে। তাদের প্রশ্ন, কেন এখনো দৃঢ় কোনো ব্যবস্থা নেওয়া হলো না? কেন এই নৃশংস ঘটনার পরও নীরব রয়েছে আইন?

এলাকাবাসীর ক্ষোভ এখন তীব্র প্রতিবাদে রূপ নিচ্ছে।
তাদের একটাই দাবি— এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

এবং আইন যেন কঠোরভাবে ব্যবস্থা নেয়। নিরপরাধ কোন মানুষ যেন নির্মমভাবে নিহত না হয় এভাবে আর কখনও।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট