নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
নিহত জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ২টায় প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করেন জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।”
একটি সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর জিল্লুরের চাচাতো ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে থাকা একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেন জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন জাহাঙ্গীর।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো এবং ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।