➖
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জদের সীল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স প্রস্তুতসহ ডিজিটাল জালিয়াতি অপরাধ চক্রের সাথে জড়িত ০৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২২ এপ্রিল ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে বিদেশগামী যাত্রীদের হয়রানি মর্মে একটি অভিযোগ পাবার পরপরই হবিগঞ্জের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ এবং বানিয়াচং সার্কেল।
হবিগঞ্জ পুলিশ সুপারের অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষর সম্বলিত একটি পুলিশ ক্লিয়ারেন্স এর ফটোকপির উপর ছায়া তদন্ত শুরু করার এক পর্যায়ে জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত আসামী ১) মো: সেলিম আহমেদ কে গ্রেফতার করতে সক্ষম হয় প্রশাসন। পরবর্তিতে আসামী সেলিম আহমেদ এর দেয়া তথ্যের ভিত্তিতে জালিয়াতি চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্য ২) মো: খালিদুর রহমান, ৩) মো: রুকনুর আলম এবং ৪) সুমন মিয়া কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার চৌকস দল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।
দ.ক.সিআর.২৫