1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন আমার দেশ এর সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন হবিগঞ্জের হাওরে ধানের বাম্পার ফলন দাম নিয়ে শংকিত কৃষক! সারা দেশে এলজিইডির কাজে দুদকের অভিযান- কালনেত্র ক্লিনটেক: পরিবেশবান্ধব প্রযুক্তির পথচলা ও ভবিষ্যৎ চুনারুঘাটে খাল খননে জনতার বাঁধা, পরিদর্শনে ইউএনও, তোপের মুখে ইউপি চেয়ারম্যান মাধবপুরে মরিচের বস্তায় মিলল গাঁজা, ২ কারবারি গ্রেপ্তার  মাধবপুরের পাহাড়ে বাচ্চাসহ ঘুরছে ভাল্লুক, বনে প্রবেশে সতর্কতা জোরদার  জীবনে ‘সুখী’ হবেন কীভাবে— গণপিটুনির নামে মানবতা বিরোধী নিষ্ঠুর মব জাস্টিজ বন্ধ হোক

মাধবপুরে নিখোঁজ হওয়া ব্যক্তি চুনারুঘাট থেকে লাশ উদ্ধার, এক ঘাতক আটক 

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে থেকে নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চা-বাগানের গহীন জঙ্গল থেকে মাটি খুঁড়ে লিটন মিয়া (৩৮)  নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টায় চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাইছড়া চা-বাগানের ৯নং টিলার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। লিটন মিয়া মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকার ছায়েদ আলীর ছেলে।  থানার পুলিশ ও নিহত লিটনের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৩ এপ্রিল সাতছড়ি লাকুড়ি সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বেড় হন। এরপর থেকে সম্ভব স্থানে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করেন। দীর্ঘ ৭দিন  বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন বুধবার চুনারুঘাট থানাকে অবগত করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ  ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামেন।  পরবর্তী সময়ে ২৪ ঘন্টার মধ্যেই  তথ্যপ্রযুক্তির সহায়তায়  কাপাইছড়া চা-বাগানে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন:(৩২) নামে এক ঘাতককে গ্রেপ্তার করেন। প্রমোদ কাপাইছড়া চা-বাগানের মঙ্গল রিকমনের পুত্র। পরে রাগেই  প্রমোদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যমতে পাহাড়ি এলাকার কাপাইছড়া চা-বাগানের ৯নং টিলার ভেতরে মাটিচাপা দিয়ে রাখা মাটি খুঁড়ে লিটন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ঘাতক প্রমোদ রিকমন পুলিশকে বলেন, তার ১০ টি গুরু চুরি হয়েছে, ৩ এপ্রিল সন্ধ্যায় কাপাইছড়া বাগানে লিটনকে গরু চুরি সন্দেহে ৫ জন মিলে আটক করে মারপিট করেন। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। একপর্যায়ে লিটনের মৃত্যু হয়। এরপর প্রমোদ রিকমন সহ ৫ জন মিলে নিহত লিটনের লাশ মাটিতে পুঁতে রেখে  চলে যান।
মাধবপুর সার্কেলের এএসপি মো: সালিমুল হক বলেন, জেলার মাধবপুর উপজেলার গোয়াছনগর  এলাকার লিটন মিয়া (৩৮) নামে এক এক ব্যক্তিকে মারপিট করে মরদেহ  পুঁতে রাখার ঘটনায় চুনারুঘাটের ওসি নুর আলমের নেতৃত্বে একজনকে গ্রেপ্তার করেন। এরপর তার দেয়া তথ্যমতে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে একদল থানা-পুলিশ  ঘটনাস্থলে যান। সেখানে কাপাইছড়া চা-বাগানের বাজারে অভিযান চালিয়ে প্রমোদ রিকমন(৩২) নামে ঘাতককে গ্রেপ্তার করেন এবং  আসামীকে সঙ্গে নিয়ে  চাবাগানের  ৯নং টিলায় মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।  এ তথ্য নিশ্চিত করে থানার ওসি নুর আলম বলেন, ঘটনা জানার ১২ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তারের পর মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর ধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনার সঙ্গে আরও যারা  জড়িত তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।  সেই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে।
দ.ক.নাহিদ.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট