➖
আঞ্চলিক প্রতিবেদক, সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১২ বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ৪২ বছর বয়সী শফিকুরকে গ্রেপ্তার করা হয়, যিনি স্থানীয় একটি মসজিদে ইমাম ছিলেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, রমজান মাস উপলক্ষ্যে মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত মেয়েটি। ইমাম শফিকুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। বৃহস্পতিবার জোহরের নামাজের বিরতিতে অন্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বেরিয়ে গেলে কৌশলে মেয়েটিকে তার কক্ষে নিয়ে যায় শফিকুর।
সেখানে তিনি তাকে ধর্ষণ করে কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভয়ে মেয়েটি ঘটনা গোপন রাখে এবং কোরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। গত শনিবার (৮ মার্চ) একইভাবে শফিকুর তাকে আবার কামরায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি পরিবারের সদস্যদের ঘটনা জানায়।
রবিবার বিকালে মেয়েটির খালা থানায় লিখিত অভিযোগ করলে রাতে শফিকুরকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ।
থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার শফিকুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দ.ক.জিবর.২৫