1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার দুর্ভোগে শিক্ষার্থী ও বুল্লাবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বাজারে সবজিসহ পেঁয়াজ মুরগি ও ডিমের দাম বেড়েছে হবিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান কোথায়? ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা— বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মহিলা মেম্বারসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হবিগঞ্জে “বিদ্যালয় নাট্য দল (BNAD)” এর ওরিয়েন্টেশন মিটিং অনুষ্ঠিত মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তি আটক

সূর্যমুখীর হাসিতে স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষি জসীম

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ছেংগারচর পৌর এলাকায় বাম্পার ফলনের আশায় সূর্যমুখীর হাসিতে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষি জসীম উদ্দিন। দূর-দূরান্ত থেকে আসা মানুষ সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, জসীম উদ্দিন পৌর এলাকার দেওয়ানজিকান্দি গ্রামে ৩১ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তৃতীয় বারের মতো হাইসেন জাতের সূর্যমুখী চাষ করে আশার আলো দেখছেন। মতলব উত্তরের কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশীয় ঘানি ব্যবহার করলে পরিপক্ব সূর্যমুখী ফুলের বীজ থেকে তেল ভাঙানো যায়।

চাষি জসীম উদ্দিন বলেন, ‘চলতি মৌসুমে কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সূর্যমুখী চাষ করেছি। গত দুই বছরও চাষ করেছিলাম। প্রথমবার লাভবান হয়েছিলাম। দ্বিতীয়বার প্রাকৃতিক দুর্যোগে লাভবান হতে পারিনি। আশা করছি এ বছর লাভবান হবো। আগামী দিনে চাষ আরও বাড়াতে চাই।’

ফুলের বাগান দেখতে আসা কয়েকজন বলেন, ‘ঘরবন্দি অবস্থা থেকে একটু মুক্ত হাওয়ায় বেড়াতে ও প্রকৃতির ঘ্রাণ নিতে সূর্যসুখী ফুলের বাগানে এসেছি। ফুলের গন্ধে মন নেচে উঠেছে। তাই সবাই মিলে মনোরম দৃশ্য ফ্রেমে বন্দি করছি।’

চাঁদপুর মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সল মোহাম্মদ বলেন, ‘উৎপাদন বাড়ানোর জন্য আগামীতে উপজেলার অন্য এলাকায় যাতে সূর্যমুখী চাষ করা যায়। সেজন্য কৃষকদের বীজ, সারসহ প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেওয়া হবে। অন্য তেলের তুলনায় সূর্যমুখীর চাহিদা বেশি। আমরা এই তেলজাতীয় ফসল চাষাবাদে পরামর্শ দিয়ে যাচ্ছি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট