➖
স্বাস্থ্য ডেস্ক◾
মায়ের গর্ভাবস্থা থেকে পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর পরিপূর্ণ বিকাশের ভিত্তি তৈরি হয়, তাই এ সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এ সময় শিশু যা শেখে ও যেভাবে শেখে তার ওপরই তার ভবিষ্যৎ বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং আবেগিক ও সামাজিক আচরণ গড়ে ওঠে। আর এ কারণে এই বয়সেই শিশুর সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবেই তা শিশুর ভবিষ্যৎ জীবনকে পরিপূর্ণ ও অর্থবহ করে তুলবে।
শিশুর বৃদ্ধি, বিকাশ ও প্রারম্ভিক শিখন নিশ্চিত করার লক্ষ্যে খেলাভিত্তিক অনুকূল পরিবেশে এবং শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন এবং যত্নকারীর মনোসামাজিক দক্ষতা ও গুণাবলী শিশুর বিকাশকে ত্বরান্বিত করে।
শিশুর সার্বিক বিকাশের যত্ন নিতে আমাদের করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে সমন্বিত নীতি- ২০১৩
দ.ক.,স্বাস্থ্য