তাইজুল ইসলাম, হবিগঞ্জ: সহজ পাঠাগার নামে সামাজিক সংগঠনের উদ্যোগে হবিগঞ্জের মার্কুলি বাজারে বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ভেনু রঞ্জন দাস, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মোহাম্মদ রুম্মান মিয়া, শাখাইতি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সাংবাদিক অভিলাষ বর্মন এবং ছাত্র রাজনীতিবিদ সারোয়ার জাহান।এসময় আরও বক্তব্য রাখেন সহজ পাঠাগারের প্রতিষ্ঠাতা হিজামা থেরাপিস্ট আল-আমিন, সংগঠনের অন্যতম সদস্য ডা. শেখ ইফতেখারুল ইসলাম আরিফ, এবং কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তামিম আহমদ।
প্রধান উদ্যোক্তা আল-আমিন বলেন, আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। সমাজ পরিবর্তনের জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই—ক্ষুদ্র উদ্যোগও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”
তিনি আরও বলেন, আজ আমরা শরবত বিতরণের সময় দেখিনি কে হিন্দু, কে মুসলমান। এ আয়োজনের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি—মানবতার সেবা কোনো ধর্ম বা রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়।সহজ পাঠাগারের প্রতিষ্ঠাতা আরও জানান, সহজ পাঠাগার কোনো রাজনৈতিক বা ধর্মভিত্তিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি সামাজিক সংগঠন, যা সমাজে মানবিকতা, শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে। আমরা নীতিগতভাবে হালাল-হারাম মেনে চললেও আমাদের উদ্দেশ্য একটাই—মানুষের কল্যাণ।
স্থানীয়রা জানান, সহজ পাঠাগারের এই উদ্যোগ সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
দ.ক.সিআর.২৫