প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৪:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
হবিগঞ্জে গণভোট উপলক্ষে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে হবিগঞ্জ জেলায় জেলা পর্যায়ে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি তাঁর সভাপতির বক্তব্যে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোট অপরিহার্য। তিনি ইমামদের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জনগণকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।"
সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামবৃন্দ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, ভোটার সচেতনতা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
দ.ক.সিআর.২৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত