জামাল হোসেন লিটন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলীকে (৩০) আটক করা হয়েছে। এ সময় তার বসতঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)।
সেনাবাহিনী জানায়, প্রাথমিক এক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চুনারুঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও মাদক কারবারে জড়িত কুখ্যাত অপরাধী আক্কাস আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। পরে সেই তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে আক্কাস আলীর বসতঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি, একটি ছোট ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আক্কাস আলী উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল্লাহ তালুকদার।
অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, অভিযানের সময় অন্যান্য ডাকাত চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চুনারুঘাট আর্মি ক্যাম্প সূত্র জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নজরদারি অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫