চুনারুঘাট প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী। উপজেলা যুবদলের সদস্য সচিব জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদল নেতা সায়েম তালুকদার।
শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
দ.ক.সিআর.২৫