চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ জোরদার ও আসনভিত্তিক সাংগঠনিক ভূমিকা নির্ধারণে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারি) জাসাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হবিগঞ্জ জেলা জাসাসের আয়োজনে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ ও আসনভিত্তিক জাসাসের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভা শহরের সুরবিতান ললিত কলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের সভাপতি ও কণ্ঠশিল্পী মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আরসাদ ফজলে হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ডা. তোফাজ্জল হক, কামরুজ্জামান কুদ্দুস, এমদাদুল হক লিটন, সাবেক সহসভাপতি ফজর আলী ফজল, জেলা জাসাস নেতা সাইফুর রহমান চৌধুরী পাপলু, হবিগঞ্জ পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক আফরোজ বখত টুটন, নবীগঞ্জ উপজেলা সভাপতি কাজী সেলিম, জেলা জাসাস নেতা আব্দুল বাছিত, শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি মোজাম্মেল হক, বানিয়াচং উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল খান, হবিগঞ্জ সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ কাউসার, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, মাধবপুর উপজেলা সাবেক সভাপতি সানি এবং আজিমগঞ্জ পৌর জাসাস আহ্বায়ক রিপন আহমেদ আকাশ।
দ.ক.সিআর.২৫