পারভেজ হাসান শ্রীমঙ্গল : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার জেলায় আগমন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সড়কে অবস্থিত ত্রয়োদশ নির্বাচনী এলাকার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনে ধাবের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমাগম নিশ্চিত করা হবে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রবাসী বিএনপি নেতারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যানবাহন ও খাবার সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
দ.ক.সিআর.২৫