চুনারুঘাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলায় অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রবিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযান চলমান থাকবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনীসহ যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনী পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত আর্মি ক্যাম্প থেকে এই টহল ও নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষকে নিরাপত্তা ও আস্থা দিচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান,“সেনাবাহিনীর টহল দেখে আমরা অনেক নিরাপদ বোধ করছি। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আত্মবিশ্বাস বেড়েছে।”
উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীও এ কার্যক্রমে সমন্বয় রাখছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে যাতে নির্বাচনকালীন কোন ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার সুযোগ না থাকে।
চুনারুঘাটসহ সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী মিলে নিশ্চিত করছে, প্রতিটি ভোটার নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
দ.ক.সিআর.২৫