নিজস্ব প্রতিবেদক : নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১৮তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এক স্মরণসভার আয়োজন করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় খোয়াই থিয়েটার কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক সুকান্ত গোপ। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এবং যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মুক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সাইফুর রহমান পাপলু, সংস্কৃতিকর্মী ও প্রকৌশলী আশরাফুল আলম সুহেল, যুগ্ম সম্পাদক মো. মুক্তাদির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ রাজুসহ অন্যান্যরা।
প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন-এর জীবন ও কর্ম নিয়ে পাঠ উপস্থাপন করেন সুকান্ত গোপ।
স্মরণসভার সাংস্কৃতিক পর্বে সেলিম আল দীন রচিত গান পরিবেশনের পাশাপাশি খোয়াই থিয়েটারের ৫১তম প্রযোজনা ‘ভাব-তরঙ্গে দীনহীন’ নাটকের অংশবিশেষ মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন চৌধুরী তাওহীদ বিন আজাদ, চৌধুরী তাকদীর রেদুয়ান, ইয়াছিন মাহমুদ, মো. আরিফ, হাসান মাহমুদ, সন্ধি, সুমী দাশ গুপ্তসহ অন্যান্য শিল্পীরা। আলোক পরিকল্পনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে নাট্যাচার্য সেলিম আল দীন-এর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
দ.ক.সিআর.২৫