পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেছে লাখাই থানা পুলিশ। পুলিশের ত্বরিত পদক্ষেপ এবং স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাতাউক গ্রামের সাজান মিয়া ও মিসির আলী পক্ষের মধ্যে ঝগড়া ও বাদানুবাদের সৃষ্টি হয়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লাখাই থানা পুলিশ সারারাত গ্রামটিতে কড়া নজরদারি ও টহল বজায় রাখে।
পুলিশের সতর্ক অবস্থান সত্ত্বেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে মাঠে নামে। খবর পাওয়া মাত্রই লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তৎপরতায় উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়, ফলে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় গ্রামবাসী। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এলাকাবাসী লাখাই থানা পুলিশের ভূয়সী প্রশংসা করছেন।
পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে স্থানীয় মুরুব্বিগণ, লাখাই উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলা দাঙ্গা নিয়ন্ত্রণ কমিটির নেতৃবৃন্দ এগিয়ে আসেন। তারা উভয় পক্ষকে নিয়ে বসে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, পুলিশি তৎপরতায়।
দ.ক.সিআর.২৫