চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা ও ১২০ আউলিয়ার ওরস মোবারক।
বুধবার সকাল ১০টায় মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি ও নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতীর নেতৃত্বে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় পীর নজরুল ইসলাম চিশতী, পীর সোহেল আহমদ চিশতী, সৈয়দ ইউনুস শাহ চিশতী, পীর সৈয়দ মুরাদ আহমদ চিশতী, সৈয়দ রাজীব আহমদ লিমনসহ খাদেমগণ উপস্থিত থেকে ধর্মীয় এই পবিত্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠেে।
মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এবারের ওরস মোবারক সম্পন্ন হবে।
এদিকে নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতী বলেন, লাখো লাখো ভক্তবৃন্দের অংশ গ্রহনে ওরস মোবারক হবে ঐতিহাসিক। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।
উল্লেখ্য, এই ওরস মোবারককে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
দ.ক.সিআর.২৫