চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার ১৪ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিট থেকে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার পাচারগাঁও এলাকায় করাঙ্গী নদীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একাধিক মেশিন ও গাড়ি জব্দ করা হয়। অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনকে সহযোগিতা করেন।
এদিন সকালে জারুলিয়া, ওসমানপুর ও বাঁশতলা এলাকাতেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রশাসন।
এর আগে গত সোমবার করাঙ্গী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে চুনারুঘাট থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।চুনারুঘাট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ.ক.সিআর.২৫