চুনারুঘাট প্রতিনিধি : একটি নিষ্পাপ শিশুর জীবন আজ মৃত্যুর সাথে লড়ছে। শিশুটির বয়স মাত্র ৭ বছর!
হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র মোঃ ফারুক আহমেদ—একসময় চুনারুঘাট থানা মার্কেটে চা বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন। সেই মানুষটির সবচেয়ে বড় স্বপ্ন ছিল মেয়েটিকে মানুষ করা। কিন্তু আজ তার সেই স্বপ্নের সাথে মেয়ের জীবনও ঝুলে আছে মৃত্যুর মুখে।
শিশু ফাতেমার হৃদয়ে বড় ছিদ্র, হার্টের এক পাশের রগ পুরোপুরি চিকন হয়ে গেছে। চিকিৎসকরা স্পষ্ট বলেছেন- অবিলম্বে বড় অপারেশন ছাড়া বাঁচানো সম্ভব না। সামান্য দেরিই হতে পারে মৃত্যুর কারণ।
কিন্তু প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা—যা এই দরিদ্র বাবার জন্য পাহাড়সম স্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই দেশ ও প্রবাসের সকল হৃদয়বান ব্যক্তিদের প্রতি আকুল আবেদন— ফাতেমাকে বাঁচাতে ডোনেট করুন।
আপনার একটি ছোট দানই হতে পারে একটি শিশুর নতুন জীবনের সূচনা।
সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার (পার্সোনাল) ফারুক মিয়া, মেয়ের বাবা 01748 908 050
FARUK MIAH, Pubali Bank
A/C 1024101135713
বি:দ্র: বিকাশে টাকা পাঠিয়ে কমেন্টে অথবা মেসেঞ্জারে স্কিন শর্ট দিবেন।
আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন, আপনাদের সন্তানদের সুস্থ রাখুন।
দ.ক.সিআর.২৫