জিয়াউর রহমান সাজন শায়েস্তগঞ্জ : র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন, জঙ্গিবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডিটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ৫০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে র্যাব-৯।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯ এর সিপিসি-৩, শায়স্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার একটি আকাশমনি গাছের বাগানের ঝোপে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে রাত ১টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। পরে ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এয়ারগানটি সেখানে রাখা হয়েছিল। এ বিষয়ে র্যাব-৯ এর তদারকি ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানটি হবিগঞ্জ জেলার শায়স্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
দ.ক.সিআর.২৫