একটি মানবিক সাহায্যের আবেদন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও চুনারুঘাট থানা মার্কেটের সামনে এক সময়ের চা বিক্রেতা হত দরিদ্র মো: ফারুক মিয়ার ৭ বছর বয়সী শিশুকন্যা ফাতেমার জটিল অপারেশন জরুরি ভিত্তিতে করা প্রয়োজন।
ইতিমধ্যে শিশু ফাতেমার হার্টের একঅংশে বৃহৎ ছিদ্র এবং হার্টের রগ ব্লক হয়ে গেছে,ফলে প্রায় সময়ই মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জরুরি ভিত্তিতে তার অপারেশন প্রয়োজন।
তাই দেশ ও প্রবাসে অবস্থানরত সকল স্বামর্থবান মানবিক ব্যাক্তিবর্গের কাছে আকুল আবেদন, যে যতটুকু পারেন আর্থিকভাবে সহযোগিতা করলে শিশুকন্যাটিকে বাঁচানো সম্ভব। শিশু ফাতেমার অপারেশনের জন্য প্রায় ৫ লক্ষ্য টাকা প্রয়োজন।
এই জরুরি অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু দরিদ্র বাবার পক্ষে এই অর্থ জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। আজ ফাতেমার বেঁচে থাকার একমাত্র আশ্রয় আমাদের সম্মিলিত মানবিকতা।
দেশ ও প্রবাসে অবস্থানরত সকল হৃদয়বান মানুষের কাছে বিনীত আবেদন আপনার সামান্য সহযোগিতাও একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে পারে।
📱 শিশু ফাতেমার বাবা মোঃ ফারুক আহমেদ 01748-90 80 50 বিকাশ পার্সোনাল
আসুন, সবাই মিলে ফাতেমার পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করুন—আমিন।
দ.ক.সিআর.২৫