এম এ রাজা, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে আলোচিত টিকটকার মুক্তা ইবরাহীম ও তার সহযোগীদের বিরুদ্ধে এবার হ'ত্যা মামলা দায়ের হয়েছে। সু'রা ফাতেহা অব'মাননার অভিযোগে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ভিডিও বানানোয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, টিকটক না করায় ফাহিমা আক্তার (নাম পরিবর্তিত নয়) নামে এক গৃহবধুকে শ্বা'স'রোধ করে হ'ত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ওই গৃহবধুকে মানসি'কভাবে চা'প প্রয়োগ করছিল এবং সর্বশেষ এ নির্মম হ"ত্যা'কাণ্ড সংঘটিত হয়।
এর আগে সু'রা ফাতেহা অবমাননার মতো গুরুতর অভিযোগ ওঠার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে তাদের চলাফেরা ও ভিডিও প্রকাশ আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছে সচেতন মহল।
স্থানীয়দের মতে, এই মৃ'ত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, বরং বিচারহীনতার একটি ভয়াবহ বার্তাও বহন করছে। এখন দেখার বিষয়—আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থা কতটা দ্রুত ও নিরপেক্ষভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তদন্ত চলমান থাকার কথা জানানো হলেও এখনো গ্রেফতার বা দৃশ্যমান অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।
সাধারণ মানুষের প্রশ্ন একটাই আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি কিছু মানুষ আইনের ঊর্ধ্বে?
দ.ক.সিআর.২৫