চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা ও ইসলামী যুবসেনার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এতে ইসলামী ছাত্রসেনা গাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে মোঃ জিসান আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাজু আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সিয়াম আহমেদ মনোনীত হন।
ইসলামী যুবসেনা গাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাজিদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুক আহমেদ।
এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে মোঃ মনিরুল ইসলাম সুরুজ মুন্সি, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রউফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ কবির মিয়া নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজসেবামূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
দ.ক.সিআর.২৫