হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের ছেলে এবং শহরের শায়েস্তানগর এলাকায় অবস্থিত দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র রাজি ইবনে মাহবুবের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজির দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক ও মর্মান্তিক করে তুলেছে।
দ.ক.সিআর.২৫