পারভেজ হাসান লাখাই : তৎকালীন আসাম প্রদেশের গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ১৯২২ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল হবিগঞ্জের লাখাই থানা। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং উপজেলার উন্নয়নে জনমত গঠনে ১০ জানুয়ারিকে ‘লাখাই দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন এডভোকেসি সংগঠন ইউনাইটেড ফর লাখাই।
দিবসটি পালন উপলক্ষ্যে এ বছর সংগঠনের পক্ষ থেকে উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান বিষয়ক বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে জানানোর উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এই দাবিগুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের নীতিনির্ধারক ও প্রতিনিধিরা এই উদ্যোগ সম্পর্কে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান সমন্বয়ক কাউসার মুমিন তিনি জানান, আগামী দিনগুলোতে প্রশাসন ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও বড় পরিসরে ‘লাখাই দিবস’ পালন করা হবে। সভাপতি মোহাম্মদ আওয়াল তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও আগামী দিনের নির্বাচিত প্রতিনিধিদের সহায়তায় পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সমন্বয়ক শফিউল আলম সজল তিনি শীতবস্ত্র বিতরণসহ সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য সংগঠনের সকল ইউনিয়ন কমিটিকে ধন্যবাদ জানান।
দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌঁছে নিম্নআয়ের মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। কনকনে শীতে সংগঠনের এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। পুরো কার্যক্রমটি মাঠ পর্যায়ে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তত্ত্বাবধান করেন মোতাহার হোসেন শামীম ভাইস প্রেসিডেন্ট, ইউনাইটেড ফর লাখাই এবং প্রধান শিক্ষক, বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ।মহসিন সাদেক মিডিয়া ফেসিলেটর, ইউনাইটেড ফর লাখাই।পারভেজ হাসান সাধারণ সম্পাদক, করাব ইউনিয়ন শাখা ও স্থানীয় সাংবাদিক।
বিতরণকালে প্রতিনিধিরা জানান, ‘ইউনাইটেড ফর লাখাই’ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে উপজেলার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর্তমানবতার সেবায় এবং উপজেলার সার্বিক উন্নয়নে আগামীতেও এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫