মীর জুবাইর আলম : হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নে ঢুলনা চা বাগানের ধলকি বিলের মুখ হতে উছমানপুর শইফরাঘাট ব্রীজ পযন্ত ৩ কিলোমিটার খাল খনন কাজে টেন্ডার দেয় হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
স্হানীয় সূত্রে জানাযায়, প্রতি বছর বর্ষা সময়ে ভারি বর্ষণের ফলে খালের আশেপাশে কয়েক হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। কৃষক ক্ষতিগ্রস্ত হত। নষ্ট হওয়া থেকে ফসল রক্ষার দাবিতে খালটি খননের জন্য ২০২৫ সালের মে মাসে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন গ্রামবাসী। অনুলিপি দেওয়া হয়, বন ও পরিবেশে এবং পানি উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বরাবর। উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ব্যবস্থা নিলে পানি উন্নয়ন বোর্ডের অধিন টেন্ডারের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেন।
খালের আশেপাশে থাকা কৃষকগন এতে খুবই আনন্দিত। এবং উপকৃত হবেন এমন উচ্ছ্বাসও ব্যক্ত করেছেন ধলাঝাইগ্রামের স্থানীয় কৃষকরা।
দ.ক.সিআর.২৫