চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে “শব্দকথা সাহিত্য উৎসব–২০২৬”। সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হতে যাওয়া এ উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের উৎসবে সাহিত্য পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের অংশগ্রহণে একটি প্রাণবন্ত আয়োজন উপহার দেওয়া হবে।
শব্দকথা কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী তাওহীদ বিন আজাদ বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে সবান্ধব ও সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি সফল করার আহ্বান জানান।
দ.ক.সিআর.২৫