চুনারুঘাট প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ২১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল চুনারুঘাট থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় জালাল মিয়ার বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করলে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জালাল মিয়া (৪০), চুনারুঘাট উপজেলার হাফটার হাওর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করে তাকে এবং উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধারসহ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
দ.ক.সিআর.২৫