বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বাহুবল উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেব কে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ( ৪ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে একটি পুলিশ টিম নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে বাহুবল সদর ইউনিয়নের বাহুবল এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের নেপাল চন্দ্র দেবের ছেলে। তিনি বাহুবল উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “অপরাধ দমন ও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়—অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
দ.ক.সিআর.২৫