চুনারুঘাট প্রতিনিধি।। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে প্রায়১৮ লক্ষ টাকার জিরা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল শনিবার (৩ জানুয়ারি) সকালে সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট-সাতছড়ি সড়কের তেলিয়াপাড়া নামক এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।এ সময় ১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়।
ট্রাকটি তল্লাশী করে বালি ভর্তি ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৮ লক্ষ টাকা।
দ.ক.সিআর.২৫