পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে পারিবারিক কলহের জেরে আপনজনদের মারধরে জুনাইদ মিয়া (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত জুনাইদ ওই গ্রামের পুকুর পাড় এলাকার আবুল খায়েরের বড় ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জুনাইদের সাথে তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনাইদের বাবা, মা এবং ছোট ভাই মিলে তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে প্রচণ্ড মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জুনাইদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাস্তায় তার নিথর দেহ নিথর হয়ে পড়লে কান্নার রোল পড়ে এলাকায়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এই মারধরের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, "আমি বিষয়টি শুনেছি এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামান্য পারিবারিক দ্বন্দ্বে আপনজনদের হাতে যুবকের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
দ.ক.সিআর.২৫