মহিবুর তালুকদার শিবল সীমান্ত প্রতিনিধি : :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে দীর্ঘদিন ধরে মাছ ও সবজি অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন অস্বাভাবিক দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে মাছ ও সবজির কোনো নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। একই পণ্য একেক বাজারে একেক দামে বিক্রি হওয়ায় ক্রেতাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
বাজারে আসা একাধিক ক্রেতা জানান, “প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। বাজার মনিটরিং জোরদার না হলে আমাদের ভোগান্তি কমবে না।”
তবে কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও দাম বাড়ছে। এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত বাজার তদারকি জোরদার করে ন্যায্যমূল্য নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাজার করতে পারেন।
দ.ক.সিআর.২৫