মনির সরকার, কালনেত্র : ❞একসাথে চলো, নতুন পথে❞ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বাল্লা মাঠে স্থানীয় সুশীল ব্যক্তিদের উদ্যোগে সীমান্ত সামাজিক সংগঠন নামে একটি সমাজ পরিবর্তনকারী সংঘের শুভ উদ্বোধন হয়েছে।
মোঃ জনাব আলীর সভাপতিত্বে ও মিয়া মোহাম্মদ জসিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আব্দুল হামিদ তালুকদার, হাজী মজলিশ মিয়া একাডেমীর অধ্যক্ষ মুনশি শফিকুর রহমান জামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম কমান্ডার, জহিরুল আলম চৌধুরী, এম,বি জুয়েল খান, মর্তুজ আলী, মোঃ আব্দুল ছালাম, আব্দুল মালেক, ছালু মিয়া, সামছু মিয়া, ফারুক মিয়া, আব্দুল আওয়াল, রবিন মিয়া, ছায়েদ মিয়া, মনা মিয়া ও জুয়েল মিয়াসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, গাজীপুর ইউনিয়বাসীর কল্যাণে যেকোন সামাজিক কর্মকান্ডে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। এ লক্ষ্যে সীমান্ত সামাজিক সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ
এ সময় মোঃ জনাব আলীকে সভাপতি ও আব্দুল মালেক এবং মর্তুজ আলীকে সাধারণ সম্পাদক করে সীমান্ত সামাজিক সংগঠনের ৬১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটি সীমান্ত এলাকায় সকল প্রকার মাদক, মানব পাচার ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে নলে প্রত্যয় ব্যক্ত করেছে।
উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।
দ.ক.সিআর.২৫