মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন—এমন আহ্বান জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী ও বিএনপির ইউনিয়ন সভাপতি আঃ হামিদ তালুকদার।
সম্প্রতি গাজীপুর ইউনিয়নে এক মতবিনিময় সভায় তারা এ বক্তব্য দেন। সভায় চেয়ারম্যান মোঃ আলী বলেন, “কোনো অপরাধ প্রমাণ না হলে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। আইন সবার জন্য সমান, নিরপরাধ মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি আঃ হামিদ তালুকদার বলেন, “রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো কিংবা ভয়ভীতি দেখানো অনৈতিক। আমরা চাই শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত একটি ইউনিয়ন।”
বক্তারা আরও বলেন, গাজীপুর ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তারা সাধারণ জনগণকে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দ.ক.সিআর.২৫