হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সাংবাদিকতা অঙ্গনে নৈতিকতা, পেশাদারিত্ব ও অনুসন্ধানী ধারার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঐতিহ্যবাহী বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি সমুজ আলী রানা ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তারা কখনোই গলায় কার্ড ঝুলিয়ে পরিচয়ের সুবিধা নেননি; বরং মাঠপর্যায়ের অনুসন্ধান, তথ্য যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য অনুযায়ী, সরকারি দপ্তরে দালালি, অবৈধ বালু উত্তোলন কিংবা বালুকোর ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে তারা সবসময় দূরে থেকেছেন। ব্যক্তিগত লাভের পরিবর্তে পেশাগত দায়বদ্ধতাকেই তারা সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন। ফলে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা ক্রমেই বেড়েছে।
অনুসন্ধানী প্রতিবেদনে সমুজ আলী রানা ও সাজিদুর রহমান অভিযোগের চেয়ে প্রমাণকে গুরুত্ব দেন। তারা সংবাদ প্রকাশের আগে একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেন। এতে তাদের প্রতিবেদনগুলো দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে।
দু’জনের নেতৃত্বে বাহুবল মডেল প্রেসক্লাব কেবল একটি সংগঠন হিসেবে সীমাবদ্ধ নেই; এটি নৈতিক সাংবাদিকতা চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নবীন সাংবাদিকদের জন্য নিয়মিত দিকনির্দেশনা, সংবাদ লেখার কৌশল ও পেশাগত আচরণ বিষয়ে পরামর্শ দিয়ে তারা একটি সুস্থ সাংবাদিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখছেন।
স্থানীয় প্রবীণ সাংবাদিক ও সচেতন নাগরিকদের মতে, সমুজ আলী রানা ও সাজিদুর রহমান প্রমাণ করেছেন—সাংবাদিকতার প্রকৃত শক্তি পরিচয়পত্রে নয়, সত্য ও দায়িত্ববোধে। তাদের এই নীরব কিন্তু দৃঢ় পথচলা বাহুবলের সাংবাদিকতা অঙ্গনে একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে থাকবে।
দ.ক.সিআর.২৫