চুনারুঘাট প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত আয়োজনে বই বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বা খাতুনের সভাপত্বিতে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
জিয়াউর রহমান। শিক্ষক বশির উদ্দিনের পরিচালনায় উক্ত বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, শিক্ষক সাদ্দাম হোসেনসহ অনেকই।
উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় শিক্ষক মন্ডলী, অভিভাবক, সাংবাদিকসহ বিদ্যালয় ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার (০১ লা জানুয়ারি) সকাল ১০ টা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয়ে আসতে শুরু করেন। বিকেলের মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন বিদ্যালয় শিক্ষকরা। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এবছর ভালো মানের বই পেয়ে ছাত্র-ছাত্রীরা খুবই খুশি। উক্ত
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহিয়া ইসলাম জানান, নতুন বই হাতে পেয়েছি, দীর্ঘশ্বাস টেনে নতুন বইয়ের গন্ধ নিলাম।
শুধু দক্ষিণাবচরণ পাইলট উচ্চ বিদ্যালয়েই নয় চুনারুঘাটের প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।
দ.ক.সিআর.২৫