প্রেস বিজ্ঞপ্তি : ফরেস্ট গভর্ন্যান্স স্টোরি গ্রান্ট ২০২৫ এর জন্য আবেদন গ্রহণ করছে আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (ইজেএন)। প্রিন্ট, অনলাইন, রেডিও, টিভি, মাল্টিমিডিয়াসহ সব মাধ্যমের সাংবাদিকরা অংশ নিতে পারবেন।
বননিধন ও অবৈধ বনকাটা, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার, নীতিগত ব্যর্থতা, দুর্নীতি ও পরিবেশগত ন্যায়বিচার, আর স্থানীয় গল্প যা বৈশ্বিক প্রভাব ফেলতে সক্ষম—এমন প্রতিবেদনের ধারণা থাকলে পাঠিয়ে দিন।
অনুদানের পরিমাণ প্রায় ২,০০০ মার্কিন ডলার— মাঠপর্যায়ের ভ্রমণ, ডেটা সংগ্রহ, মাল্টিমিডিয়া ও রিপোর্টিং খরচের জন্য।
ডেডলাইন: ৬ জানুয়ারি ২০২৬
বিস্তারিত: https://twp.ai/4isfFt
দ.ক.সিআর.২৫