স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার শরীফপুর গ্রামস্থ রেল সড়কে টমটমের ড্রাইভার মোঃ জামাল মিয়া (২৬)কে দেশীয় অস্ত্র দিয়ে মথায় গুরুতর জখম করে টমটম ছিনতাইয়ের চেষ্টা করেছে ইমন (২৫) নামের এক ছিনতাইকারী।
জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আপ-ডাউন ভাড়া করে গোছাপাড়া গ্রামে আসার কথা বলে জামালকে নিয়ে আসে ইমন ও তার অজ্ঞাত সহযোগী।
গোছাপাড়া ও শরীফপুর গ্রামের মাঝামাঝি রেল সড়কের নির্জন স্থানে তাকে দাঁড় করিয়ে পিছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে। জামালকে ফেলে রেখে টমটম নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জামালের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা টর্চ জ্বালিয়ে বের হলে টমটম রেখে পশ্চিমে অনাবাদি মাঠ দিয়ে পালিয়ে যায়।
গ্রামবাসী জামালকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জামালের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে জামাল সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালের জ্ঞান ফিরেনি বলে জানিয়েছেন জামালের বড় ভাই আঃ কাইয়ুম।
শরীফপুর গ্রামের আঃ বাছির মিয়ার পুত্র সুমন বলেন, চিৎকার শুনে তিনি তার খালাতো ভাই আঃ আলী, একই গ্রামের ফরিদ মিয়া সহ অনেকেই এগিয়ে আসেন। জামালের অবস্থা গুরুতর দেখে তারা ছিনতাইকারীদের ধাওয়া করতে যাননি। জামালকে হাসপাতালে নিয়ে যান।
জামাল চুনারুঘাট উপজেলার বাল্লা টেকেরঘাট গ্রামের মৃত কাছম আলীর পুত্র। ইমন একই উপজেলার কাটুয়ামারা গ্রামের আঃ রহমানের পুত্র।
কাটুয়ামারা গ্রামের একাধিক গণ্যমান্য ব্যক্তি বলেন, ইমন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে মাদক ব্যবসা, মানুষের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।।
দ.কসিআর.২৫