কালনেত্র প্রতিবেদক : টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় সারাক্ষণই শীতের প্রকোপ বেড়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
সংস্থাটি আরও জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫