মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগে আলোচনায় আসা মুখলেছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে স্থানীয়দের ক্ষোভ ও উত্তেজনা প্রশমিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মুখলেছুর রহমান। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মুখলেছুর রহমান তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। তিনি বলেন, “ আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকব।”
এদিকে ক্ষমা প্রার্থনার পর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহল পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। এতে করে এলাকায় সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব হয়।
স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
দ.ক.সিআর.২৫