চুনারুঘাট প্রতিনিধি।। চুনারুঘাটে আইডিয়াল স্কুল এন্ড কলেজের আব্দুর আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি ও বার্ষিক ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জুয়েলের পরিচালনায় ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, সাবেক কমিশনার মো জালাল মিয়া, মো: দুদু মিয়া, সাংবাদিক হারুনুর রশিদ, মাহমুদুল হাসান শাহি, আনোয়ার হোসেন প্রমুখ।
প্রথমে ৪৪ জনকে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ট্যালেন্টপুল ১৫ জনকে নগদে ১৫০০/ এবং ক্রেস্ট। সাধারণ বৃত্তি ২৯ জনকে নগদ ১০০০/ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
পরবর্তীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং প্রতি ক্লাসের ১ম, ২য়, ৩ য় স্থান অধিকারীকে পুরস্কার দেয়া হয়।
দ.ক.সিআর.২৫